নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বোয়ালিয়া মডেল থানা ও রাজপাড়া থানার উদ্যোগে পৃথক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোয়ালিয়া থানার উদ্যোগে রাজশাহী সরকারী মহিলা এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর। সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার সৈয়দ নিলুফার ফেরদোস। এছাড়াও এসি (বোয়ালিয়া) মোঃ একরামুল হক কলেজের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে ১২টার দিকে রাজপাড়া থানার উদ্যোগে গভঃ ল্যাবরেটরী হাই স্কুলে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি(বোয়ালিয়া) মোঃ আমির জাফর। এছাড়াও এসি(ট্রাফিক)মোঃ ইফতে খায়ের আলম, এসি (রাজপাড়া) মোসাঃ শামীমা নাসরীন, ওসি (রাজপাড়া) মোঃ হাফিজ উদ্দিন ও ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ছাত্রদের উদ্দেশ্যে ট্রাফিক বিষয়ক ডকুমেন্টরী উপস্থাপন করা হয় এবং আরএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০