নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সাংবাদিকদের ঝুঁকি বিশ্লেষণ ও সুরক্ষা পরিকল্পনা বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী পর্যটন মোটেলে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উপস্থিত ছিলেন, নিউজ নেটওয়ার্কের প্রোগাম স্পেশালিষ্ট রেজাউল করিম, প্রথম আলো পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, নিউজ নেটওয়ার্কের কর্মকর্তা শ্যামল কান্তি সিনহা রায় প্রমুখ। প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালায় মানবাধিকার বিষয়ে সেশন পরিচালনা করেন, নিউজ নেটওয়ার্কের প্রোগাম
স্পেশালিষ্ট রেজাউল করিম। সংবিধানে মানুষের অধিকার ও লঙ্ঘন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। সাংবাদিকদের ঝুঁকি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। চলতি মাসের ৭ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশাল চলবে। কর্মশালায় রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। সমাপনি দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০