নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বেলপুকুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আবু রায়হান চৌকিদার (২২) কে আটক করেছে র্যাব-৫। আটক জঙ্গি সদস্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মাজুখান গ্রামের রুহুল আমিনের ছেলে। রাজশাহী মহানগরীর বেলপুকুর থেকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার-আল-ইসলাম” এর সক্রিয় সদস্য আবু রায়হান চৌকিদারকে ৩টি উগ্রবাদী বইসহ গ্রেফতার করে।
এ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০