নিজস্ব প্রতিবেদক :
আজ সোমবার সকালে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ঝুম বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালতগামী মানুষ সমস্যার মধ্যে পড়েন। সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ বৃষ্টিপাত হয়। সোমবার সকাল ৮টার দিক থেকে রাজশাহীর আকাশে মেঘ জমতে শুরু করে। এরপর সকাল সাড়ে আটটার দিকে শুরু হয় বৃষ্টি। পৌনে ৯টার দিকে আরো বেশি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে আকাশে বিদ্যুৎ
চমকাচ্ছিলো। কিছু সময় পরে আবার বৃষ্টি থেমে যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালতগামী মানুষ সাময়িক সমস্যার মধ্যে পড়েন। বৃষ্টি থেমে গেলে আবার পথচারী চলাচল স্বাভাবিক হয়ে যায়। উল্লেখ্য, এপ্রিল মাসের শুরু থেকেই প্রায় রাজশাহীতে বৃষ্টি ও ঝড় হচ্ছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০