নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার গাঙ্গের হাট এলাকা থেকে সেলিম রেজা রাজু (৪০) কে সকালে মুক্তিপনের জন্য অপহরণ করে অপহরণকারীরা। কিন্ত দুপুরে কর্ণহার থানা পুলিশ দামকুড়ার কাদিপুর থেকে ভিকটিম রাজুকে উদ্ধার করে ও নওশাদ আলী নামের একজনকে আটক করে। সে গাঙ্গেরহাট এলাকার বাসিন্দা। অপহরণ হওয়া ওই ব্যক্তি কর্ণহার থানার তেতুলিয়া গ্রামের আতাহারের ছেলে। এ তথ্য নিশ্চিত করে কর্ণহার থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশা জানান, মঙ্গলবার সকালে রাজমিস্ত্রী রাজু কাজে যাচ্ছিলো। পথে গাঙ্গেরহাট মোড়ে পৌঁছালে মোটরসাইকেল যোগে অপহরণকারীরা তাকে তুলে নিয়ে
যায়। এরপর রাজুর স্ত্রীর কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তার স্ত্রী বিষয়টি পুলিশকে জানালে কর্ণহার থানার ওসি প্রযুক্তি ব্যবহার করে দামকুড়া থানার কাদিপুরে অভিযান চালিয়ে অপহরণ হওয়া রাজুকে উদ্ধার করে ও একজনকে আটক করে। অপরহরণের সাথে জড়িত কয়েকজন পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, ভিকটিম মারধর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০