নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় শীতের সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে চরম জনদূর্ভোগ হয়। হঠাৎ বৃষ্টির কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালতগামী মানুষ বিপাকে পড়েন। কিছু সময়ের জন্য থমকে যান পথচারীরা। শীতের বৃষ্টির অসুখ-বিসুখ থেকে বাঁচতে পথচারীরা আশ্রয় নেন বিভিন্ন ভবনের নিচে। এদিন সকাল থেকে দিনভর সূর্যের দেখা মেলেনি। সূর্য না উঠায় গত দিনের তুলনায় কিছুটা শীত বাড়ে। তবে কনকনে ঠাÐা ছিল না। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোর হওয়ার পর থেকেই আকাশ কিছুটা মেঘলা ছিল। এদিন ভোরের সময় শেষ হলেও সূর্যের আলো দেখা যায়নি। সূর্য না উঠায় সকাল থেকেই ছিল রাজশাহীর আকাশ মেঘলা। এভাবে সকালে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। থেমে
থেমে নগরজুড়ে এ বৃষ্টি হয়। বৃষ্টিতে কিছুটা ঠাণ্ডা বেড়ে যায়। আর এ সময় মানুষ বৃষ্টির হাত থেকে বাঁচতে বিভিন্ন ভবনের নিচে আশ্রয় নেন। অফিস-আদালতগামী মানুষ ও শিক্ষার্থীদের সমস্যার মধ্যে পড়তে হয়। অনেককে রিক্সায় পলিথিন শরীরে জড়িয়ে যেতে দেখা যায়। দিনভরই সূর্য ছিল না। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রোববার রাজশাহীতে ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ ও সন্ধ্যা ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ। আগামীতে শৈত্য প্রবাহের তেমন আশঙ্কা না থাকলেও শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০