রাজশাহী মহানগরীতে ৮ বছরের শিশুকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে ধর্ষণ ও তার ভিডিও ধারণের ঘটনায় সাব্বির (১৬) নামের এক কিশোরকে হাতে-নাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ওই কিশোর নগরীর হড়গ্রাম চারখুঠার মোড় এলাকার মাসুদের ছেলে। আর ধর্ষণের শিকার শিশুটি একই এলাকার অটোরিকশা চালকের মেয়ে। শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে বাবা-মায়ের কাছে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা অভিযোগ করে জানান, হড়গ্রাম চারখুঠার মোড় এলাকার একটি দোকানে পণ্য কিনতে রাত সাড়ে ৮টার দিকে শিশুটি যায়। তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে সাব্বির পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। থানায় গিয়ে শিশুটি জবানবন্দি দেয়। অভিযুক্ত সাব্বিরের বাবা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানান।
এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০