নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে রেজওয়ানুল হক (২১) নামের এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে নগরীর বহরমপুর এলাকা থেকে আটক করে। আটক শিবির নেতা নওগাঁ জেলা পোরশা থানার সুতলি গ্রামের ইমামুলের ছেলে। তিনি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি রাজশাহী শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব রয়েছেন। নগরীর রাজপাড়া থানার অফিসার
ইনচার্জ ওসি হাফিজুর রহমান জানান, গতকাল শনিবার রাতে রাজপাড়া থানা পুলিশের একটি দল নগরীর বহরমপুর এলাকায় অভিযান চালিয়ে শিবির নেতা রেজওয়ানুলকে আটক করে। তার বিরুদ্ধে থানায় একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০