নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ইন্সটিটিউট অব হেলথ টেকনলোজি (আইএএচটি) শাখা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহম্মেদকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে ঝাউতলা মোড় এলাকা থেকে আটক করে রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
জানা গেছে, নগরীর রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে নগরীর ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে। তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে। এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, শিবির নেতা সাব্বিরের বিরুদ্ধে থানায় ২/৩টি নাশকতার মামলা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০