রাজশাহী মহানগরীতে শিবিরের তিন কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া মডেল থানার নাশকতা মামলা রয়েছে। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলসিমলা বন্ধগেট এলাকার আঃ রউফের ছেলের চাঁন সওদাগর (৩০), কাটাখালী থানার কাপাসিয়া মৃধাপাড়ার আকরাম আলীর ছেলে শাকিল আহম্মেদ আরিফ (৩০) ও মতিহার থানার মির্জাপুর গ্রামের সাদেক আলীর ছেলে সবুজ আলী (২৮)।
পুলিশ জানায়, গত বুধবার (৮ সেপ্টেমবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত নগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শিবিরের কর্মী সন্ধিগ্ধ আসামী চাঁন সওদাগর, শাকিল আহম্মেদ আরিফ ও সবুজ আলীকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করে, তারা শিবিরের সক্রিয় সদস্য। আসামীদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০