করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের কারণে রাজশাহী জেলায় রাতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আবদুল জলিলের সাক্ষরে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ আদেশ সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে গত ২৮ জানুয়ারি এক গণবিজ্ঞপ্তিতে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে সময় জেলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশে উঠেছিল। সেই সংক্রমণ এখন কমে ১০-১২ শতাংশে নেমেছে।
সংক্রমণের হার এখন নিম্নমুখী হওয়ায় দু’সপ্তাহ পর রাতের বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০