নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং এ বের হয়েছে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপনন। সকালে রাজশাহী সাহেব বাজার কাঁচা বাজার এলাকায় শিক্ষার্থীরা সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার ও কৃষি বিপনন বিভাগ।
ভোক্তা অধিকার ও কৃষি বিপননের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তা একটি ইতিবাচক দিক। তাদের মাধ্যমেই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণ জন সচেতনতা বাড়বে।
ভোক্তা অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না তাই ভোক্তা অধিকার অধিদপ্তর, কৃষি বিপনন বিভাগ তাদের সহযোগিতা করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থী সাজিদ ইসলাম রকি জানান, রাজশাহীতে বেশ কয়েকটি টিম বাজার মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপননের বিভাগের কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে আসায় শিক্ষার্থীরা যেখানে অনিয়ম দেখবে সেখানেই ব্যবস্থা নেয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজশাহী কলেজ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক জুবায়ের রাসিদ জানান, শিক্ষার্থীরা আগে থেকেই বাজারে বাজারে গিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য জনতা মূলক মাইকিং করছে। তারা দোকানদারদেরকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে উদ্বুদ্ধ করছে। আজ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করছেন-আমরা তাতে আরো লাভবান হব। কোন কোন বিষয়গুলো মনিটরিং করতে হবে শিক্ষার্থীরা সেগুলো জানতে পারছে। আমরা চাই সকলের সহযোগিতায় বাজারে স্থিতিশীলতা ফিরে আসুক।
এই মনিটরিং এর সময়ে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিদপ্তর, কৃষি বিপননের বিভাগের কর্মকর্তারা ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০