নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় বেপরোয়া গতির আমানা পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতনামা ওই অটোরিক্সা চালক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত অটোরিক্সা চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালি ধানাধীন দেওয়ানপাড়া ফল গবেষণা কেন্দ্রের সামনের রাজশাহী-নাটোর মহাসড়কের সিটি থেকে লাশটি হাত বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে আরএমপির কাটাখালি থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান জানান, শনিবার রাতে একটি অটোরিক্সা চৌদ্দপাই সড়ক দিয়ে যাচ্ছিলো। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী
আমানা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় ও অজ্ঞাতনামা চালককে টানতে টানতে সিটি গেটের কাছে নিয়ে চলে যায়। সেখানে তার হাতও বিচ্ছিন্ন হয়ে যায়। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। বাসটি সন্ধানের চেষ্টা চলছে। এ ঘটনায় আরো কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। বাসটি সম্ভবত কোন লিংক রোডে ঢুকিয়ে দেয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০