নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কর্ণহার থানাধীন আফি নেপালপাড়া এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে এক হাসিবুল অসিন ঘোষ (৩৭) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী দামকুড়া আফতাব হোসেনের ছেলে। ২৮ অক্টোবর রাত ১২ টা ৪০ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানার আফি নেপালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন নগরীর কর্ণহার আফি নেপালপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের বাগানের মধ্যে কিছু টর্চের আলো দেখে এগিয়ে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। র্যাব তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
এ সময় র্যাবও জানমাল ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ৫ মিনিট গুলি বিনিময় শেষে ঘটনাস্থলে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ ঘন্টা /এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০