নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার করমজা এলাকায় র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫ এর সাথে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, র্যাব কর্ণহার থানার করমজা এলাকায় মাদক বিরোধী অভিযানে যাচ্ছিল। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গুলি বিনিময় শেষে র্যাব ঘটনাস্থলে দুইজন কে পড়ে থাকতে দেখে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে নিহতদের লাশ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০