নিজস্ব প্রতিবেদক :
রাজহশাহীর বেলপুকুরে র্যাব-৫ রাজশাহীর চেকপোস্টে ২৭টি যানবাহনে মামলা ও কাগজপত্র না থাকায় ২টি বাস জব্দ করা হয়েছে। ২৩ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ চেকপোস্ট পরিচালনা করা হয়।
র্যাব জানায়, ঈদে নিরাপদ ভ্রমণের লক্ষে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ৮৯ টি বাস, ১৮ টি প্রাইভেট কার
এবং ৭৫ টি মোটরসাইকেল চেক করেন। চেকপোষ্ট পরিচালনাকালে ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স এবং ইন্স্যুরেন্স এর মেয়াদ না থাকায় ১১ টি বাস, ১৪ টি মোটরসাইকেল, ০২ টি প্রাইভেট কারের বিরুদ্ধে ১৯৮৩ সনের মোটরযান আইনের ১৩৭,১৫২ এবং ১৫৫ ধারায় মোট ২৭ টি মামলা দেওয়া হয় এবং ২ টি বাসের কোন প্রকার কাগজপত্র না থাকায় বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০