নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে রেলওয়ের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চারকুটার মোড় সংলগ্ন রেল লাইনের ধার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর নির্ধারিত সময়ের মধ্যে যেসব স্থাপনা উচ্ছেদ করা হয়নি সেসব বাড়ি ও স্থাপনা ড্রেজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। রেলওয়ের স্টেট অফিসার আব্দুল মান্নানের নের্তৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। চারকুটা থেকে শুরু হওয়া অভিযানে কোর্ট
স্টেশনের একটু সামনে একটু বহুতল ভবন নির্ধারিত সময়ের মধ্যে না ভেঙ্গে দেওয়ায় তা ড্রেজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ভবন ভাঙ্গা শুরু হওয়ার পরপরই ওই বাড়ির মালিক অসুস্থ পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরে তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েন। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িটি ভাঙ্গার সময় প্রথম দিনের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। উচ্ছেদ অভিযানের সময় রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে মোতায়েন
ছিলো। উল্লেখ্য, এর আগে রেল বিভাগ অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশের মাধ্যমে সময় দিয়ে দেন। যারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের স্থাপনা সরাননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। রাজশাহী রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসি সাইদ ইকবাল বলেন, মঙ্গলবার সকাল থেকে নগরীর চারকুটার মোড় থেকে রেল লাইনের ধানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানে রেলওয়ের পাশপাশি আরএমপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০