নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে রিক্সাওয়ালাকে ছুরি ধরে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে রাসেল নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ছিনতাইকারী নগরীর নাজমা বেগমের ছেলে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাদিরগঞ্জ গোরস্থান রাস্তা দিয়ে এক রিক্সা চালক যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারী রাসেল তাকে ছুরি দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটকে রেখে পুলিশকে খবর
দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এখনো তাকে থানায় নিয়ে আসা হয়নি। ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে আসতে টিম গেছে। ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০