রাজশাহীর গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যাকান্ডের অভিযোগে পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার টাইব্যুনালের আদালত।
রোববার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিচারক অনুপ কুমার এ রায় প্রদান দেন।
রায়ের বিয়ষটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।
তিনি বলেন, এজাহার ভুক্ত আসামি ছিল ২২ জন। পরে তদন্ত শেষে আসামি হয় ৩৫ জন। মমালার রায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এরমধ্যে একজনকে ১০ বছরের কারাদন্ড, চারজনকে ৬ মাসের কারাদন্ড ও ১৫ জনকে এক করে মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
তিনি আরও বলেন, এই মামলায় ৩২ জন স্বাক্ষী ছিলেন, এরমধ্যে ২২জন স্বাক্ষী স্বাক্ষ্য প্রদান করেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোট কেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান।
পরবর্তীতে তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন। বাদী বিজলা বেগম এ রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতকে ধন্যবাদ জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০