নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠায় তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ ও তার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের জরুরী কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় নগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ এপ্রিল বিকেল ৫টায় নগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় ৯৩ জনের উপস্থিতিতে নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুমনকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্র্দেশ দেওয়া হয়। সেই সাথে তার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়।
খবর২৪ঘণ্টা/এমআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০