রাজশাহী মহনগরীর হজোরমোড়ে পলাশ হোটেল এ্যন্ড রেস্টুরেন্টে প্রায় নাস্তা করে বিল নাদিয়েই চলে যায় এসআই তৌফিক। ওই সময় তার নিকট বিল চাইলে হোটেল মালিক পলাশকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন ওই এসআই তৌফিক। গত ২৬ মার্চ তৌফিকসহ কয়েকজন পুলিশ নাস্তা করে হোটেলে বিল না দিয়ে যাবার সময় এঘটনা ঘটে। জানাগেছে এসআই তৌফিক রাজশাহী মহানগর পুলিশের চান্দ্রীমা থানার তালাইমারী ফাড়ি (পদ্মা আবাসিক) ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী পলাশ রাজশাহী মহানগর ২৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির। ওই এসআই তৌফিক দুপুরে পলাশকে মোবাইলে ফোন দিয়ে নানান হমকি দেন।
পুনরায় সন্ধায় আবারো ভয়ংকর হুমকি দেন। বিষয়টি তাৎক্ষনিক মৌখিকভাবে বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেনকে জানালেও ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি বলে জানান ভুক্তভোগী পলাশ । এদিকে ওই এসআই তৌফিকের হুমকির একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এ বিষয়ে খবর ২৪ ঘণ্টার কাছে অস্বীকার এসআই তৌফিক বলেন, আমি এখন ডিসি স্যারের অফিসে মিটিংয়ে আছি। এখন কথা বলতে পারবো না।
https://www.youtube.com/watch?v=7ZaTTTYlVtA
বিস্তারিত শুনুন অডিওতে । খবর২৪ঘণ্টার কাছে ( অডিও সংরক্ষিত)
khobor24ghonta.com বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০