নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ফলের দোকান থেকে রায়হান নামের এক যুবকের ব্যাগ থেকে ৮ হাজার টাকা, ব্যাগ ও শিক্ষাজীবনের সকল সনদপত্র চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর রেলগেট এলাকার একটি ফলের দোকান থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভুক্তভোগী ওই যুবকের বাড়ি নওগাঁর নিয়ামত উপজেলায়। ভুক্তভোগী যুবক রায়হান জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি
নিয়ামতপুর থেকে বাসযোগ রাজশাহী এসে নগরীর রেলগেটে নামেন। বাস থেকে নেমে ফলের দোকানে ব্যাগ রেখে ফল কিনে দেখেন ব্যাগটি নেই। তার ব্যাগে ৮ হাজার টাকা, শিক্ষাজীবনের সকল মূল সনদপত্র ও জামা কাপড় ছিল। তিনি আরো বলেন, আমি দুই মাসের খরচ ও চাকুরী পরীক্ষা দেয়া বাবদ টাকা নিয়ে এসেছিলাম। চুরি হয়ে যাওয়ার কারণে বিপদে পড়লাম।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০