নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ার ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস নগরীর নওদাপাড়া এলাকায় পৌছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ডুকে পড়ে।
এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। আহত হয়েছে ৫ জন লকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ তথ্য নিশ্চিত করে আরএমপির শাহমখদুম ডিভিশনের ডিসি হেমায়েতুল ইসলাম বলেন, বাস দোকানে ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে।
খবর ২৪ঘন্টা/এম কে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০