নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৭৬০ পিস ইয়াবাসহ শিরিন আক্তার (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটক নারী নওগাঁ জেলার মান্দা ফেরিঘাট কালিকাপুর এলাকার মৃত শুকুর আলীর মেয়ে। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তাকে কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাংগা থানাধীন পশ্চিম বালিয়াপাড়া মন্টু কন্ট্রাক্টরের ঢালু (বটগাছ) এর সামনে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহীগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহী বাস থেকে শিরিনকে ৭৬০ পিস ইয়াবাসহ আটক করে। তার কাছ থেকে নগর দেড় হাজার টাকাও উদ্ধার করা হয়। আপক আসামীর বিরুদ্ধে কাশিয়াডাংগা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০