যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। এর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। দিবসটি
উপলক্ষে, রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সকল কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০