নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, ভুবনমোহন পার্ক শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্যান্য শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
অংশ নেন প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতিকর্মী রাজনীতিবিদ, সংবাদ কর্মী, সমাজকর্মীসহ রাজশাহীর আপামর জনগণ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেরসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওয়ার্ড কার্যালয় ও রাসিকের বিভিন্ন স্থাপনায়ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৫ ই ডিসেম্বর সন্ধ্যা থেকে রাজশাহী মহানগরীর বিশেষ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়। বিশেষ স্থাপনাগুলো সাজে রঙ্গিন সাযে।
রাজশাহী মহানগর ছাড়া আশেপাশের উপজেলাগুলোতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে এবার করোনাকালীন পরিস্থিতি হাওয়াই স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান পালন করা হচ্ছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০