নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাজেলা-উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রæয়ারী রাত ১২টা ১ মিনিটে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী ও বেসরকারী সংস্থার পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা
হয়। এ ছাড়াও ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্র্র্র্মসূচীর মধ্যে রয়েছে, প্রভাত ফেরি, শহীদ মিনার ও বঙ্গববন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃতি, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। উল্লেখ্য, মাতৃভাষা বাংলার দাবিতে রাজধানী ঢাকার রাজপথে প্রাণ হারিয়েছিলেন, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেক ভাষা সৈনিক। শহীদদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলা ভাষা।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০