নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখড়বনা এলাকার নখির উদ্দিনের ছেলে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর ভদ্রা-রেলগেট রাস্তার শিরোইল কলোনী রাস্তায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে নিহত নাসির উদ্দিন ভদ্রার দিক থেকে নিজ বাড়িতে ফেরার সময়
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০