নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মেয়েঘঠিত বিষয়কে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে ইমন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্র নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার আব্দুস সালামের ছেলে ও চারকুটা মোড়ে অবস্থিত ইউসেফ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ক্লাসের ছাত্র ও তার বন্ধু হৃদয় তাকে ছুরিকাঘাত করে। হৃদয় নগরীর লক্ষীপুর এলাকার বাসিন্দা ও ইউসেফ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। এ তথ্য নিশ্চিত করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার
দিকে ইউসেফ স্কুলের বারান্দায় নিহত ইমনের বন্ধু ও একই ক্লাসের ছাত্র হৃদয়সহ চারজন তাকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে। তিনি আরো জানান, ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, মেয়েলি বিষয়টি নিয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে। আসামীদের গ্রেফতার ও খুনের আসল রহস্য বের করার চেষ্টা চলছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০