বিলম্বিত মেডিকেল ভর্তি পরীক্ষায় রাজশাহী মহানগরীর কেন্দ্রে ছিলনা স্বাস্থ্যবিধি। গাদাগাদি করে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসার পাশপাশি অভিভাবকরাও ছিল অসচেতন। কাউকেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। অথচ প্রতিদিনই উদ্ভেগজনকহারে বাড়ছে করোনা সংক্রমণ। সরকারীভাবে ব্যাপক প্রচার-প্রচারণার পরেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিলম্বিত মেডিকেল ভর্তি পরীক্ষা সারাদেশের ন্যায় রাজশাহীতে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে। ভর্তি পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীরা গাদাগাদি করে কেন্দ্রের বাইরে অবস্থান করে। এ ছাড়াও তাদের অভিভাবকরাও গাদাগাদি করে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ছিলেন। দেশে ৫৫টি কেন্দ্রের মাধ্যমে এ ভর্তি পরীক্ষা নেয়া হয়। মোট ১ লাখ ২২ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দেশের ৪৭টি সরকারী মেডিকেল কলেজের আসন সংখ্যা ৪ হাজার ৩৫০ টি আর বেসরকারী মেডিকেল কলেজে আরো ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০