নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ড এর সাবেক কমান্ডার সাইদুর রহমানের জানাযা মঙ্গলবার নগরীর মহিষবাথান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মহিষবাথান গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য সদর আসনে বিএনপি মনোণীত প্রার্থী মিজানুর রহমান মিনু,রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাবেক সিটি মেয়র দুরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও
রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক পবা মোহনপুর আসনের বিএনপি বিএনপি’র মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও
৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাতসহ বীরমুক্তিযোদ্ধাগণ, এ্যাডভোকেট, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।জানাযার পূর্বে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নজরুল ইসলামের এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা স্বরুপ গার্ড অব অনার প্রদান করা হয়। উল্লেখ্য সাইদুর রহমান রোববার বিকেল ৫টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। সাইদুর রহমানের বাড়ি নগরীর লক্ষীপুর ঝাউতলা এলাকায়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০