নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী শিরোইল সরকারী হাই স্কুলে ছাত্রদের উদ্দেশ্যে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরএমপি’র ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
মুক্তিযোদ্ধা মোঃ হাকিম আতাউর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, প্রধান শিক্ষকসহ পাঁচশতাধিক ছাত্রবৃন্দ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতাকে ছাত্রদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের কাজ করার পরামর্শ দেন। মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০