নিজস্ব প্রতিবেদক: টাকা না পেয়ে রাজশাহী মহানগরীতে মাদক দিয়ে সোহেল নামের এক যুবককে ফাঁসানোর অভিযোগ উঠেছে বেলপুকুর থানা পুলিশের এস আই শফিকুল এর বিরুদ্ধে। রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের ইমান আলী খবর ২৪ ঘণ্টার কাছে এ অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে ইমান আলী খবর ২৪ ঘণ্টার কাছে অভিযোগ করে জানান, বৃহস্পতিবার বিকালে তার ছেলে সোহেল, জালালের ছেলে জুয়েল ও সলুয়া গ্রামের শামসুল শাহের ছেলে নিপু মোটরসাইকেল যোগে বাদুড়িয়ার দিকে যাচ্ছিল। এ সময় বেলপুকুর থানা পুলিশের এস আই শফিকুল ইসলাম তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাদের কাছে মাদক পাওয়া গেছে তিনজনকেই থানায় ধরে নিয়ে যায়। কিন্ত কতখানি হেরোইন পাওয়া গেছে তা জানানো হয়নি। থানায় নিয়ে যাওয়ার পর ০১৭২৯৩৮৮৭২৯ নাম্বার থেকে পুলিশের দালাল দুলাল নামের এক ব্যক্তি আটক হওয়া প্রত্যেকের পরিবারের কাছে কল দিয়ে তাদের ছেলেকে হেরোইনসহ ধরা হয়েছে বলে এক লাখ টাকা দাবি করে। বাঁচাতে চাইলে দ্রুত ১ লাখ টাকা করে দিতে হবে। এরমধ্যে নিপু ও জুয়েলের পরিবার দালাল দুলালের মাধ্যমে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা প্রদান করে। ইমান আলী আরও অভিযোগ করে জানান, তিনি এক লাখ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার ছেলেকে মাদকদ্রব্য মামলা দেওয়া হয়েছে। অথচ যেই মোটরসাইকেলে তার ছেলে সোহেল ছিল সেই মোটরসাইকেলটি নিপুর। সে শুধু পেছনে বসে ছিল। টাকা দেওয়ায় দু'জনকেই ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয় নিয়ে তিনি অভিযোগ করে বলেন, শুধু টাকার জন্য আমার ছেলেকে ফাঁসিয়ে দিচ্ছে পুলিশের এস আই। বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে বেলপুকুর থানার এসআই শফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি খবর ২৪ ঘন্টাকে বলেন, তাকে হেরোইনসহ ধরা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। কতখানি মাদকসহ ধরা হয়েছে তা তিনি জানাতে পারেননি। থানায় যেতে অনুরোধ করেন তিনি।
আর/এম
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০