নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনার পর পানিতে ডুবন্ত অবস্থায় কুখ্যাত মাদক ব্যবসায়ী আমিন নামের এক মাদক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুরের মোহনলালের ছেলে। মঙ্গলবার ভোর সোয়া ৩টার দিকে নবগঙ্গা আইবাঁধ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তার নামে থানায় ৬টিরও অধিক মাদকের মামলা রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল
কুদ্দুস জানান, মঙ্গলবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর নবগঙ্গা ৫নং আই বাঁধ নদীর পাড়ে মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। বিষয়টি জানতে পেরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল তাদের ধরতে ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর গুলি ছোড়ে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়ের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও ৭৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় পানিতে ডুবন্ত অবস্থায় অজ্ঞাত
একজন ব্যক্তিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টিরও বেশি মাদক মামলা রয়েছে। তার শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় ৩ জন এসআই আহত হয়েছেন।
এডিসি গোলাম রুহুল কুদ্দুস আরো বলেন, গুলি বিনিময়ের সময় পালাতে গিয়ে হয়তো পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০