নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তুষার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করে ২৫ পিস দিয়ে আদালতে চালানের অভিযোগ উঠেছে নগরীর রাজপাড়া থানার এসআই মাহবুবের বিরুদ্ধে। আটক মাদক ব্যবসায়ী নগরীর লক্ষীপুর ভাটাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে নগরীর রাজপাড়া থানার এসআই মাহবুব সঙ্গীয় ফোর্সসহ নগরীর ভাটাপাড়া এলাকার তুষার নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী তুষারকে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ আটক করে। বিকেল ৪টার দিকে পুলিশ তুষারের বাড়িতে গেলেও প্রায় বিকেল পৌণে ৬টা পর্যন্ত অবস্থান করে। দীর্ঘ সময় অবস্থান করার পর তাকে থানায় নিয়ে যায়।
থানায় নিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে ২৫ পিস ইয়াবাসহ আদালতে প্রেরণ করে।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীকে তুষারকে পুলিশ প্রায় এক হাজার পিস ইয়াবাসহ আটক করে। পুলিশ সেই বাড়িতে অনেক সময় ধরে ছিল।
এদিকে, সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানান, তাকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে বলে আমরাও শুনেছি। কিন্তু পুলিশ প্রথমে তুষারকে আটক করার কথা গোপন করে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
রাজপাড়া থানার এসআই মাহবুবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়নি। তার বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যা। দীর্ঘ সময় বাসায় অবস্থান করার বিষয়ে বলেন, তার বাড়ি তল্লাশীর জন্য বেশি সময় থাকা হয়েছে। ১১টি প্যাকেট খালি পাওয়া গেছেে একটিতে ইয়াবা ছিল। এ ছাড়া অন্য কিছু নয়। রাজপাড়া থানার ওসি বলেন, তাকে আটকের পর মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমআর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০