নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে রাজশাহীর গোদাগাড়ীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ইব্রাহীম হোসেন (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইব্রাহীম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকার ইসরাইল হোসেনের ছেলে। গুলিবিদ্ধ ইব্রাহীম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। দুপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে জানা যায়, তার নাম ইব্রাহীম হোসেন। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০