রাজশাহী মহানগরীতে পুত্রের হাতে পিতা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি নগরীর রাজপাড়া থানার অচিনতলা এলাকার বাসিন্দা আবুল বাশার। আজ বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম মাহিন আহম্মেদ জুম্মা (২০)।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, আজ রোববার বেলা এগারটার দিকে মাহিন আহমেদ জুম্মা তার পিতা আবুল বাশারকে কাচি দিয়ে বুকে আঘাত করে। এরপর তিনি গুরুতর আহত হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ছেলেটিকে আটক করা হয়েছে।
এদিকে, অপর এক সূত্রে জানা গেছে, মাদকের টাকা না পেয়ে ওই ছেলে তার বাবাকে হত্যা করেছে।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০