নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রীপন কুমার (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর পবা উপজেলার দাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রীপন কুমার রাজশাহীর পবা উপজেলার দাতপুর গ্রামের মৃত মনোরঞ্জনের ছেলে।
রামেক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে রীপন কুমার মাঠে ধান কাট ছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে গুরতর আহত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০