নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নানা আয়োজনে পালিত হয়েছে মাই টিভি’র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী কাদিরগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অনতু। প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল মাসুদ, রাজশাহী প্রেসক্লাবের সহ সভাপতি ও চ্যানেল আইয়ের রিপোর্টার আবু সালে ফাত্তাহ, এটিএন বাংলা’র ষ্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, ও সাপ্তাহিক অপরাধ মালা পত্রিকার সম্পাদক ইয়াহিয়া হোসেন সরকার। এদিকে, অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রিপন, বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য ও স্থানীয় দৈনিকের সম্পাদক ও সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা মাইটিভি’র ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০