স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব থেকে বিদায় স্বাগতিক রাজশাহী ও সফররত গাইবান্ধার। সোমবার চ্যাম্পিয়নের মুকুট নিতে মাঠে লড়াই করবে সফররত মাগুরা ও রংপুর। আজ শুক্রবার সেমিফাইনাল খেলায় সফররত রংপুর ২-০ গোলে
স্বাগতিক রাজশাহীকে হারায় । বিজয়ী দলের খাদিজা ২টি গোল করেন। দিনের অন্য খেলায় সফররত মাগুরা ৪-০ গোলে গাইবান্ধাকে হারায় । বিজয়ী দলের সুমাইয়া, বৃষ্টি, কনা কর্মকার ও মুন্নি ১টি করে গোল করেন। মাগুরার সুবর্না ও রংপুরের খাদিজা ম্যাচ সেরা হন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০