নিজস্ব প্রতিবেদক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর রাজশাহীর ৬টি আসনে বিএনপির তিন হেভিওয়েট প্রার্থীসহ ৬ জন প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন। আপিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিতে সোমবার সকালেই ভিড় জমান মনোনয়নপত্র বাতিল হওয়া এসব প্রার্থীর নেতাকর্মীরা। যেসব প্রার্থী আপিল করবেন তারা হলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. নাদিম মোস্তফা, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যআবু সাইদ চাঁদ, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মতিউর
রহমান মন্টু, রাজশাহী-৪(বাগমারা) আসনে সাবেক এমপি আব্দুল গফুর ও শাহাদাত হোসেন।সোমবার রাজশাহীর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা বাতিলের পর আপিল আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে আসা প্রার্থী ও নেতাকর্মীরা জানান, সকাল থেকেই তারা কাগজপত্র নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু দুপুর পর্যন্ত তারা তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাননি। এ কারণে আপিল করতে দেরি হচ্ছে। কি কারণে দেরি করা হচ্ছে তাও তারা জানাতে পারেনি। তবে, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রার্থীতা বাতিলে কাগজ দিয়ে দেওয়া হবে সময়ের মধ্যেই। যাতে প্রার্থীরা আপিল আবেদন করতে পারেন। উল্লেখ্য, গতকাল রোববার সকাল থেকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-
বাছাই শুরু হয়। প্রথমে রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হকের তথ্য গোপনের দায়ে মনোনয়নপত্র বাতিল হয়। এরপর রাজশাহী-৫ আসনে মামলার তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী নাদিম মোস্তফা ও রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের প্রার্র্থীতা বাতিল হয় মামলার তথ্য গোপন ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি এমন আইনি জটিলতা নিয়ে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০