নিজস্ব প্রতিবেদক : অবহেলিতজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার, দায়িত্ব পালনে বাধা ও নির্দেশ পালনে অসম্মতির জন্য রাজশাহী মহানগর ও জেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০টি মালায় ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থান ও জেলার পবা ও মোহনপুর উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ২০ জনকে ২০ টি মামলায় মোট ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা, সুমন চৌধুরী, রিফাত আরা, সানজিদা রিকতা, মোহাম্মদ কাউছার হামিদ, মহিন উদ্দিন ও পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। এ সময় ২১৫ টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০