নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ লাখ প্যাকেট মেয়াদোত্তীর্ণ সিগারেট, ২০ হাজার প্যাকেট বিস্কুট ও ১০০ প্যাকেট গøুকোজ ধ্বংস করেছে। এ ছাড়া আরো ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আনুমানিক ৩৭ লাখ ৮হাজার টাকার মালামাল ধ্বংস করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া বিভাগ থেকে মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মোহনপুর উপজেলা নিরবাহী অফিসারের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত সকাল ৭টা থেকে দুপুর পৌণে ৩টা পরযন্ত বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালায়। অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে মেয়াদোত্তীর্ণ এক লাখ প্যাকেট সিগারেট, ২০ হাজার প্যাকেট বিস্কুট ও ১০০ প্যাকেট গøুকোজ ধ্বংস করা হয়। পরে জব্দ মালামালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০