নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ৩১ জন মাদক সেবীর কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ১২টার দিকে র্যাব-৫ এর মোল্লাপাড়া সিপিসি ক্যাম্প তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নিবাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি তাদের বিভিন্ন মেয়াদে
কারাদণ্ড দেন। দ-প্রাপ্তরা হলো, মামুন, রাকিব, সিরাজুল, নুর ইসলাম, রফিকুল হাসান, হাসিবুল, করিম মোল্লা, সুইট, সাদেকুল, সোহেল, তাজব, সুজন, সাইফুল, এবাদুল, নাজমুল অপু শেখ, পিন্টু, পলাশ, শিমুল, রাজন, রুবেল, কান্ত দাস, মাসুদ রানা, তাপস কুমার, সাবুল, নুরুল রসুল, রাজা মিয়া, ঈমান, লাহুল ও আফজাল।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিছু মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিষয়টি জানতে পেরে র্যাব গুড়িপাড়া মাদক সেবনের স্পটে অভিযান চালিয়ে
৩১ জনকে আটক করে। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০