নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর উপর ভদ্রা ইসলামপুর এলাকার সিদ্দিক ভ্যারাইটি স্টোরে বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ আগুনে ঘটনা ঘটে। দোকানে থাকা সব মাল পুড়ে ছাই হয়ে গেছে। সিদ্দিক ভ্যারাইটি স্টোরের মালিক মো. রিপন জানান, তার দোকানে খাদ্য দ্রব্য, মেকানিক্স, কসমেটিকসহ বিভিন্ন আইটেমে জিনিসপত্র ছিলো। তার দোকানের পাশ থেকে বৈদ্যুতিক সংযোগ নেয়া
ছিলো। ভোর পাঁচটার দিকে নাইট গার্ড জানা দোকান থেকে ধোয়া বের হচ্ছে। আমি দোকানে এসে রাজশাহী বিশ^বদ্যালয় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দোকানটি দেখে। বিদ্যুৎ না থাকায় কোন অগ্নিকান্ড পাননি তারা। পরে ওই দোকানের (বিদ্যুৎ সংযোগ দেয়া দোকান) মালিককে বিদ্যুৎ না দেওয়ার কথা বলা হয়। তবুও তিনি বেলা সাড়ে ১১টার দিকে ভুলে বিদ্যুৎ দিলে আগুন লেগে যায়। এতে দোকানের সব মালামাল পুড়ে যায়। তার ধারণা দোকানে থাকা ৪০ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদও দপ্তর ও বিশ^দ্যিালয় স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদও দপ্তরের এসও একেএম লতিফুর বারী জানান, প্রাথমিকভাবে তাদের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত। রাজশাহী বিশ্ববিদ্যলয় ও সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়েন্ত্রণ আনে। এতে আনুমানিক প্রায় ১২লাখ টাকার ক্ষতি হয়েছে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০