নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় ডাক্তার ছানাউল হককে মারধর ও চেম্বার ভাংচুরের অভিযোগে রোগীর স্বজনদের গ্রেফতারের দাবিতে কর্মসূচী দিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ক্লিনিক মালিক এসোসিয়েশন, বিএমএ, কলেজ প্রশাসন ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে জরুরী প্রেস ব্রিফিং করে।
সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে ডা. এবি সিদ্দিক বলেন, শিশু রোগীকে দু’দিন আগেই চিকিৎসক ছানাউল্লাহ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দিয়েছিলেন। কিন্ত তারা তা না করে বৃহস্পতিবার আবার নিয়ে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
মৃত শিশুর স্বজনরাই চিকিৎসককে মারধর করেছে। তাদের মারধর করা হয়নি। এর প্রতিবাদে শনিবার দুুপুর ১২টায় মেডিকেল কলেজের সামনে মানববন্ধন করা হবে। সেই সাথে প্রাইভেট প্রাকটিস বন্ধ থাকবে। রোগীর স্বজনদের আটক করে বিচার না হওয়া পর্যন্ত।
এর কিছুক্ষণের মধ্যেই রোগীর স্বজনরা ডায়াগনস্টিকে ঢোকার প্রবেশ পথে বসে ডাক্তারদের বিচার দাবি করে। পরে মৃত শিশুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পপুলারে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি সমাঝোতার জন্য সভাকক্ষে মীমাংসা বৈঠক চলছিল।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০