নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আশ্বিনের ভারি বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে দূর্ভোগে পড়েছেন নগরবাসী। ভারি বৃষ্টি হওয়ার কারণে পানি ভালোভাবে যেতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে নগরজুড়ে টানা ভারি বর্ষণ শুরু হয়েছে। সেই সাথে মেঘের গর্জন রয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে খরতাপের মধ্যে কিছুক্ষণ বৃষ্টি হয়। বৃষ্টিতে আবহাওয়া শীতল হয়ে যায়। দিন ও
রাতে আর বৃষ্টি না হলেও সোমবার সকাল ৮টার দিক থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় টানা সোয়া তিন ঘণ্টা ধরে নগরজুড়ে একটানা বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ জলাবদ্ধতা শুরু না হলেও ঘণ্টা খানেক পর থেকে জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করে। এরপর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা ও পানির নিচে ডুবে যায়। এমনকি বাদ যায়নি নগরীর প্রাণকেন্দ্রও। এতে করে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষ বিপাকে পড়েন। ড্রেনের নোংরা ও অপরিস্কার পানি উঠে
যায় রাস্তার উপরে। তবে স্থানীয়দের অভিযোগ, ড্রেনগুলো পানি যাওয়ার তুলনায় সংকীর্ন ও নিয়মিত পরিস্কার না করায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে। তারা ড্রেনগুলো নিয়মিত পরিস্কার কররা দাবি জানান। এ রিপোর্ট বেলা সোয়া ১১টায় লেখা পর্যন্ত হালকা বৃষ্টি অব্যাহত ছিল।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০