নিজস্ব প্রতিবেদক :
ভারতের গুজরাটের গান্ধিনগরের একটি ওষুধ কোম্পানীর অনুমোদনহীন ওষুধ সিএমজেড প্লাস বিক্রি দায়ে দায়ে রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত জনপ্রিয় ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফার্মেসীর মালিককে সাত হাজার টাকা জরিমানা করে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন জানান, জনপ্রিয় ফামের্সীতে পাওয়া ভারতীয় যে কোম্পানীর নাম ব্যবহার করা হয়েছে সেই কোম্পানী এই ওষুধ তৈরির অনুমোদন নেই। তাই সতর্কতা মূলক অভিযানে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিকেলে নগরীর শিরোইলের হাজরাপুকুর কলোনীতে শাহী লাচ্চা সেমাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই বিএসটিআই’র লোগো ব্যবহার করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. রনী খাতুন ও শরীফ আসিফ রহমান।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০