নিজস্ব প্রতিবেদক : নতুনত্ব আর আধুনিকতার সংমিশ্রণে ভলান্টেস ফ্যাশন হাউজের যাত্রা শুরু। বুধবার বিকেলে রাজশাহীর অলকার মোড়ে অবস্থিত হাবিব টাওয়ারের দ্বিতীয় তলায় এ ফ্যাশান হাউজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২১ নং ওর্য়াড কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ভলান্টেস ফ্যাশান হাউজের চেয়ারম্যান, সুমন মজুমদার, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাপরিচালক, প্রিন্স লড, দৈনিক লাখো কন্ঠের সম্পাদক, ফরিদ আহেমদ বাঙালি, মডেল অভিনেতা, ইন্তু রাতিশ,চলচিত্র অভিনেত্রী,আইরিন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভলান্টেস ফ্যাশানের
চেয়ারম্যান সুমন মজুমদার বলেন, এখানে দেশীয় সংস্কৃতির আবহের সাথে নতুনত্ব আর আধুনিকতার মিশেলে ফ্যাশন হাউজ শো রুমে পোশাক সমাহারে মিলবে আপনার পছন্দের পোশাকটি। মেয়েদের শাড়ি,সালোয়ার-কামিজ থেকে শুরু করে ছেলেদের প্যান্ট, সার্ট, পার্ঞ্জাবি,টি-শার্ট এবং ফতুয়া। আরো পাবেন মনোমুগ্ধকর ডিজাইনের ছোঁয়া। এসময় আমন্ত্রিত অতিথিরা উক্ত প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০