নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় এলাকার স্বচ্ছ টাওয়ারের পাশের একতলা ভবনের ছাদ থেকে মানসিক প্রতিবন্ধী যুবককে (পাগোল) উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার রাতে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে একতালা ভবনের ছাদে উঠে যায় মানষিক মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। এরপর যে তার কাছে যাওয়ার চেষ্টা করেছে তাকেই ইট অথবা লাঠি দিয়ে মারতে যায় ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে
ছাদ থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার এ.কেএম লতিফুল বারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। তবে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম ও ঠিকানা জানা যায়নি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০